হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে লাইট প্রস্তুতকারী কোম্পানি ‘ওপল’

স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চাইনিজ এলইডি লাইট প্রস্তুতকারী কোম্পানি ‘ওপল’। গতকাল শনিবার (২৫ জুন) রাজধানীর একটি রেস্তোরাঁয় উভয় পক্ষ এই ঘোষণা দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, অনুষ্ঠানের উদ্বোধন করেন আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ড. তাজকেরা খানম এবং আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান তানাজ্জুল আয়মান এবং স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মঈনউদ্দীন সিফতী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ‘ওপল’ দক্ষিণ এশিয়ার কান্ট্রি ম্যানেজার মি. লেভেন কাও, ওপলের আই বি ইউ (ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট) জিএম হ্যান জিংযাই এবং স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের হেড অফ বিজনেস অপারেশনস রেদুয়ানুল আজিজ।

এক নম্বর চাইনিজ লাইটিং ব্র্যান্ড ‘ওপল’, যার বার্ষিক বিক্রয় প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা। এশিয়া প্যাসিফিক, ইউরোপ, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ আফ্রিকার ৭০ টিরও বেশি দেশ এবং অঞ্চলে কার্যক্রম রয়েছে ‘ওপল’-এর। রয়েছে ৬০০০ ‘ওপল’ ফ্র্যাঞ্চাইজড স্টোরসহ দেড় লাখের বেশি আউটলেটের নেটওয়ার্ক।

স্পার্ক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান তানাজ্জুল আয়মান বলেন, ‘ওপলকে বাংলাদেশে আনতে পারে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে বাংলাদেশে এর ফ্যাক্টরি স্থাপন করতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের। সবার সহযোগিতায় ওপলকে সাফল্যের শীর্ষে নিয়ে যাব এই আশা করছি।’

আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ ভূইয়া বলেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে বদলে গেছে। আজ শতভাগ বিদ্যুৎ সরবরাহ করছি আমরা। আলোর দিকে এই যাত্রায় দেশের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ওপল।’

ওপলের আই বি ইউ (ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট) জিএম হ্যান জিংযাই বলেন, ‘আমরা ২০১২ সাল থেকে বাংলাদেশে লাইটিং সলিউশন সরবরাহ করে আসছি। তবে আজকে আমি বিশেষভাবে খুশি কারণ স্পার্ক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে মিলে আমরা বাংলাদেশের অ্যাসেম্বল ইউনিট প্রতিষ্ঠা করতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে দুই পক্ষই সমানভাবে সামনে এগিয়ে যাবে।’

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত