ঢাকাস্থ কাশিনাথপুর সোসাইটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর পল্লবীর এক কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। পাবনার আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর থানা নিয়ে কাশিনাথপুর সোসাইটি গঠিত।
কাশিনাথপুরের যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এ এফ এম আলমগীর এফসিএ, চিফ এক্সিকিউটিভ পার্টনার-আর্টিসান চার্টার অ্যাকাউনট্যান্টসের প্রকৌশলী আজহারুল ইসলাম, বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ খাইরুজ্জামান কামাল, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক পারভেজ খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম। ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর। পাবনা জেলার পূর্বাঞ্চলে জমিদার কাশিনাথ রায় বাবুর নাম অনুসারে এই এলাকার নাম কাশিনাথপুর করা হয়।