নাভানা ফার্মা ও জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তৃতীয়বারের মতো ডাক্তার ও নার্সসহ মোট ৪০ জনের একটি মেডিকেল টিম ফেনীর ছাগলনাইয়ার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহস্রাধিক বন্যার্তদের মাঝে ডাক্তারি সেবা দেওয়ার পাশাপাশি স্যালাইন, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে বিতরণ করেছে।
এ ছাড়া শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী, খাতা-কলম, রং পেনসিল ইত্যাদি বিতরণ করা হয়েছে এবং বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ায় কয়েকটি মসজিদে কোরআন শরিফ দেওয়া হয়েছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. জোনাইদ শফিক বলেন, ‘বন্যা–পরবর্তী মানসিক স্বাস্থ্যর কথা বিবেচনা করে অন্যান্য ত্রাণ ও মেডিকেল সেবার পাশাপাশি আমরা শিশুদের খেলার সামগ্রী ও শিক্ষাসামগ্রী দিয়েছি।’ শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাকে অনুরোধ করেন তিনি। বন্যার্তদের জন্য নাভানার এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।