হোম > অর্থনীতি > করপোরেট

টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন, ইডকলের সংলাপে জ্বালানি দক্ষতা বাড়ানোর আহ্বান

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও জ্বালানি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটি সংলাপের আয়োজন করে। ‘টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতা ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই সংলাপে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ইডকলের শীর্ষ নেতৃত্ব, ১৫টির বেশি শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রস্তুত প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপের সূচনা বক্তব্যে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোর্শেদ দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতাকে মূলধারায় আনার লক্ষ্যের কথা বলেন। তিনি জানান, সংলাপটি বেসরকারি খাতে জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানি দক্ষতা এখন আর শুধু পরিবেশগত বাধ্যবাধকতা নয়, এটি একটি অর্থনৈতিক প্রয়োজন। তিনি দেশে বিকল্প জ্বালানির উৎস প্রসার এবং জ্বালানি দক্ষতা বাড়াতে ইডকল ও অন্যদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি প্রচলিত জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য সহজ অর্থায়ন প্রক্রিয়া, সরকারি প্রণোদনা এবং ব্র্যান্ডগুলোর কাছ থেকে বাস্তবসম্মত প্রত্যাশার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই খাতে বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারলে উদ্যোক্তারা আরও আগ্রহী হবেন। এর পাশাপাশি জোরালো জ্বালানি নিরীক্ষা প্রটোকল এবং সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক (ইডকল), কামাল আহমেদ (মার্কস অ্যান্ড স্পেনসার), সৈয়দ ইশতিয়াক আহমেদ (সাইহাম গ্রুপ) ডেভিড হাসানাত (ভিয়েনাটেক্স গ্রুপ)।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জিসিএফ ও ইডকলের সহ-অর্থায়নে টেক্সটাইল খাতের জন্য ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ সুবিধার প্রসার, যার লক্ষ্য বাংলাদেশের টেক্সটাইল খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি। এই অর্থায়নের মাধ্যমে দেশের টেক্সটাইল খাত এখন জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও সুসংহত অবস্থানে পৌঁছেছে।

বাংলাদেশে জিসিএফের অর্থায়নে পরিচালিত বৃহত্তম কর্মসূচির স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে ইডকল, টেক্সটাইল প্রস্তুতকারকদের একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কৌশলগত দিকনির্দেশনা, স্বল্প সুদের ঋণ সুবিধা, কারিগরি সহায়তা ও নীতিগত পরামর্শ প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক