হোম > অর্থনীতি > করপোরেট

কর্মকর্তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি

কর্মকর্তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ব্র্যাকে সুষ্ঠু কার্যক্রম প্রসারের অংশ হিসেবে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

অফিসে ব্যাংক কর্মকর্তাদের দিনের বেশির ভাগ সময় ডেস্কে বসে কাজ করতে গিয়ে। যেহেতু কর্মকর্তাদের জন্য গ্রাহকদের সঠিকভাবে ও সময়মতো দক্ষতার সঙ্গে সেবা দেই অপরিহার্য। তাই জন্য তাঁদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা খুবই জরুরি।

ব্র্যাক কোম্পানি জুড়ে সুষ্ঠু কার্যক্রম প্রসারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সম্প্রতি কর্মকর্তাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগ হলো যোগ ব্যায়াম ক্লাস চালু করা, যা ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকই প্রথম চালু করেছে। এই যোগ ব্যায়াম ক্লাস সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালনা করা হচ্ছে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা অংশ নিতে পারছেন।

এর আগে ২০২২ সালে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি ব্যায়ামাগার চালু করা হয়। ব্যাংকের ঊর্ধ্বতন নেতৃত্বের সমর্থন ও অনুপ্রেরণায় কর্মীরা বিভিন্ন অফিসে রিডিং ক্লাব প্রতিষ্ঠা করেছে। এই ক্লাবের সদস্যরা নির্দিষ্ট বই নিয়ে আলোচনা করার জন্য প্রতি মাসে একবার জমায়েত হন। এই রিডিং ক্লাব দৈনন্দিন ব্যস্ততা থেকে বিরতি দেয় এবং সহকর্মীদের সামগ্রিক সুস্থতায় অবদান রাখে। 

এ ছাড়া ব্র্যাক ব্যাংক পেশাদার কোচিং সুবিধাসহ একটি শক্তিশালী ফুটবল দল গঠন করেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে এই দলটি জয়ের ধারা অব্যাহত রেখেছে। একইভাবে ২০২২ সালে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল টানা দ্বিতীয়বারের মতো করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

সহকর্মীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ও দৃঢ় বন্ধন সৃষ্টিতে এবং সুস্থতার সংস্কৃতিকে এগিয়ে নিতে ব্যাংক নিয়মিত অভ্যন্তরীণ ইনডোর গেম টুর্নামেন্টের আয়োজন করে। যার মধ্যে থাকে-দাবা, টেবিল টেনিস এবং ক্যারাম। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের করপোরেট জগতে ‘দৌড়’ নামে একটি মিনি-ম্যারাথনের প্রবর্তক। এই উদ্যোগটি কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, টিম বিল্ডিং এবং সমাজের অসহায় মানুষদের জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগ হিসাবে কাজ করে।

ডে-কেয়ার সেন্টার, অফিসে আসা যাওয়ার পরিবহন সুবিধা, ক্যাফেটেরিয়া, ওপেন ডেস্ক ব্যবস্থা এবং নিয়মিত ফায়ার ড্রিল পরিচালনা করার মতো উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশে পছন্দের নিয়োগকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। এসএইচই এবং সেফগার্ডিং পলিসির সঙ্গে এই কর্মকর্তা বান্ধব উদ্যোগগুলো সহকর্মীদের মঙ্গলসাধন এবং কর্মজীবনে অগ্রগতিকে অগ্রাধিকার দেয়। 

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি সহকর্মীদের সুস্থতা ব্যক্তিগত ও পেশাগত উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও সন্তুষ্টি অত্যন্ত জরুরি।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ