হোম > অর্থনীতি > করপোরেট

আরজিটিএস চালু করল বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ধারাবাহিকতায় ও বিশ্বের উন্নত দেশগুলোর মতো পেমেন্ট সিস্টেমে বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে দেশের অভ্যন্তরে পাঁচটি অনুমোদিত বৈদেশিক মুদ্রায় (মার্কিন ডলার, পাউন্ড স্টার্লিং, ইউরো, জাপানিজ ইয়েন ও কানাডীয় ডলার) আরজিটিএস ব্যবস্থার মাধ্যমে আন্তঃব্যাংক নিকাশ কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রায় ক্লিয়ারিং ব্যবস্থাপনা অনেক সহজ হবে। চেক অথবা এফডিডি নিয়ে নিষ্পত্তির জন্য কোনো ব্যাংক প্রতিনিধিকে আর ক্লিয়ারিং হাউসে সশরীরে উপস্থিত হতে হবে না। ফলে চেক অথবা এফডিডি নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া সংক্রান্ত ঝুঁকি এবং প্রতারণা বা জালিয়াতির সুযোগ আর থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরজিটিএস ব্যবস্থায় দেশীয় মুদ্রায় লেনদেন সীমা ১ লাখ টাকা হলেও বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে তা নির্বিশেষে যেকোনো পরিমাণ হওয়ার কারণে লেনদেনের আওতা ও উপকারভোগীর সংখ্যা অনেক বাড়বে। ফলে আরজিটিএস ব্যবস্থায় দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রায় লেনদেন নিষ্পত্তির কার্যক্রম চালু করার কারণে একদিকে যেমন এ সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি সহজ, তাৎক্ষণিক ও ব্যয় সাশ্রয়ী হবে; অন্যদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডও ত্বরান্বিত হবে।

রোববার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ব্যবস্থাটির আনুষ্ঠানিক কার্যারম্ভের ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরা, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট, এমসিসির প্রেসিডেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, ভেন্ডর প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন