হোম > অর্থনীতি > করপোরেট

ল্যাবএইড ডায়াগনস্টিকে যোগ হলো অত্যাধুনিক ফোটন অ্যাম্বুলেন্স

এসিআই মটরস্ দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক গ্রুপ এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এসিআই মটরস্ ২০১৯ সালে বাংলাদেশে একক পরিবেশক হিসেবে বিশ্ববিখ্যাত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড-ফোটনের বিপণন শুরু করে। সম্প্রতি ল্যাবএইড ডায়াগনস্টিক এসিআই মটরস্ থেকে পাঁচটি নতুন ফোটন অ্যাম্বুলেন্স ক্রয় করে। ল্যাবএইড ডায়াগনস্টিক ল্যাবএইড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা দেশের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রদানকারী।

গত বৃহস্পতিবার এসিআই মটরসের উদ্যোগে ল্যাবএইড গ্রুপের করপোরেট অফিসে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসিআই মটরস্ লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক সাকিফ শামীমের কাছে প্রথম অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। সাকিফ শামীম এই ব্র্যান্ড নিউ অ্যাম্বুলেন্সের অনন্য বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

ব্র্যান্ড নিউ ফোটন অ্যাম্বুলেন্সে রয়েছে অনন্য বৈশিষ্ট্য, যা রোগী ও চালক উভয়েরই আরাম নিশ্চিত করে। এ ছাড়া এতে রয়েছে শীত-তাপ নিয়ন্ত্রণের জন্য অলরাউন্ড ভেন্ট, অক্সিজেন সিলিন্ডার, ওষুধের জন্য ক্যাবিনেট, প্রাথমিক চিকিৎসা বাক্স এবং ফোল্ডিং স্ট্রেচার। চালক কেবিনে উপযুক্ত এয়ারকন্ডিশনিং সিস্টেম, হাইটেক ড্যাশবোর্ড, পাওয়ার স্টিয়ারিং, অ্যাডজাস্টেবল সিট, অটো উইন্ডো এবং ডোর লক সিস্টেম রয়েছে। চালক ও রোগীর নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সে অ্যান্টি-লক ব্রেকিং প্রযুক্তি রয়েছে। এসিআই মটরস্ তাদের দেশব্যাপী বিক্রয়োত্তর সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সের জন্য ছয়টি বিনা মূল্যে সার্ভিসসহ ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত