হোম > অর্থনীতি > করপোরেট

সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বার্জার পেইন্টস

আজকের পত্রিকা ডেস্ক­

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ছবি: বিজ্ঞপ্তি

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল দেশের ১ নম্বর পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ১২ জুলাই রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটাগরিতে দেশের প্রথম অ্যান্টি-পল্যুশন পেইন্ট বার্জার ইকো কোটকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শুধু মানুষের ঘর রাঙানো নয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বাস করে মানুষের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে। সেই ধারাবাহিকতাতেই বার্জার এনেছে বার্জার ইকো কোট, যা APH প্রযুক্তিতে ৯০ শতাংশ পর্যন্ত দূষিত গ্যাস শোষণ করে। নতুন ধরনের এই রং ঘরের ভেতর ও বাইরে—দুই জায়গায় ব্যবহার করা যায়।

বার্জার মনে করে, এই রঙের ব্যবহার বায়ূদূষণ কমাবে এবং টেকসই আগামী গড়ে তুলতে অবদান রাখবে; বিশেষ করে ঢাকার মতো শহরে, যা এয়ার ইনডেক্সে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি। এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে বার্জারের এই অর্জন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা এবং করপোরেট ও ডেভেলপমেন্ট সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এ এস এম ওবায়দুল্লাহ মাহমুদ। এ ছাড়া হেড অব ব্র্যান্ডস এমডি রাশেদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ মনে করে, এই অর্জন এক বিশাল অনুপ্রেরণা, যা আগামী দিনগুলোতেও জীবন ও পরিবেশের টেকসই উন্নয়নে কাজ করে যেতে উদ্বুদ্ধ করবে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ