হোম > অর্থনীতি > করপোরেট

সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বার্জার পেইন্টস

আজকের পত্রিকা ডেস্ক­

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ছবি: বিজ্ঞপ্তি

বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল দেশের ১ নম্বর পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ১২ জুলাই রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটাগরিতে দেশের প্রথম অ্যান্টি-পল্যুশন পেইন্ট বার্জার ইকো কোটকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শুধু মানুষের ঘর রাঙানো নয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বাস করে মানুষের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে। সেই ধারাবাহিকতাতেই বার্জার এনেছে বার্জার ইকো কোট, যা APH প্রযুক্তিতে ৯০ শতাংশ পর্যন্ত দূষিত গ্যাস শোষণ করে। নতুন ধরনের এই রং ঘরের ভেতর ও বাইরে—দুই জায়গায় ব্যবহার করা যায়।

বার্জার মনে করে, এই রঙের ব্যবহার বায়ূদূষণ কমাবে এবং টেকসই আগামী গড়ে তুলতে অবদান রাখবে; বিশেষ করে ঢাকার মতো শহরে, যা এয়ার ইনডেক্সে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি। এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে বার্জারের এই অর্জন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা এবং করপোরেট ও ডেভেলপমেন্ট সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এ এস এম ওবায়দুল্লাহ মাহমুদ। এ ছাড়া হেড অব ব্র্যান্ডস এমডি রাশেদুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ মনে করে, এই অর্জন এক বিশাল অনুপ্রেরণা, যা আগামী দিনগুলোতেও জীবন ও পরিবেশের টেকসই উন্নয়নে কাজ করে যেতে উদ্বুদ্ধ করবে।

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের