আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ ও টেকসই কৃষির উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রাজধানীর ফার্মগেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনজেনটা কৃষিক্ষেত্রে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার সহিত কৃষকের ফসলের উন্নত ফলন ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে নতুন প্রজন্মের বালাইনাশক, পিজিআর, সার ও উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।