হোম > অর্থনীতি > করপোরেট

স্কুলগামী শিশুদের জন্য নিডো ৫+ নিয়ে এল নেসলে বাংলাদেশ

বিজ্ঞপ্তি

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো ৫+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। ১২ মে এক জমকালো অনুষ্ঠানে নিডো ৫‍+ এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব ​​রেটো রেংলি।

রাষ্ট্রদূত জনাব রেংলি বলেন, সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানির উৎপত্তি সুইজারল্যান্ডের বুকে। তিনি আরও উল্লেখ করেন, নেসলে ও অন্যান্য সুইস কোম্পানি বাংলাদেশে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান জোগায় এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে দেয়। নিঃসন্দেহে বাংলাদেশের সাফল্যের গল্পের নতুন অধ্যায় লেখায় উল্লেখযোগ্য অবদান রাখছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

বিশ্বের এক নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর আছে সুইস ঐতিহ্য এবং ৮০ বছরেরও বেশি পুষ্টিবিষয়ক অভিজ্ঞতা। স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এল নিডো ৫+, যেটি একমাত্র সুইস ব্র্যান্ড, যা শিশুদের বেড়ে ওঠার বছরগুলোতে জ্ঞানের বিকাশ, দৃষ্টি ও শক্তির জন্য গুরুত্বপূর্ণ ২০টি ভিটামিন ও খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি।

নেসলে সম্পর্কে—

নেসলে একটি বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি, যার ১৫৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী উপস্থিতি এবং ২০০০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। কোম্পানিটি বিশ্বজুড়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার কর্মী নিয়োগ করে থাকে এবং এর পণ্য ১৮০টিরও বেশি দেশে বিক্রি হয়। নেসলে বাংলাদেশ পিএলসির ১০০ শতাংশের মালিক সুইজারল্যান্ডের একটি কোম্পানি নেসলে, যারা গাজীপুরে একটি ফ্যাক্টরি নিয়ে ৩১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। কোম্পানিটি বাংলাদেশের ২০ হাজার পরিবারকে উপকৃত করছে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ