হোম > অর্থনীতি > করপোরেট

বিএইএ প্রকল্পের প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত

বিএইএ প্রকল্পের প্রদর্শনী চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ছবি: সংগৃহীত

১১ তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) প্রকল্পের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গত ২ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) মাল্টিপারপাস হলে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। এই প্রদর্শনী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএবিয়ের সভাপতি স্থপতি প্রফেসর আবু সাঈদ এম আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী। এ ছাড়া ১১ তম সাইকেলের অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আছিয়া করিম, ডেপুটি অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আবু মুসা ইফতেখার ও স্থপতি নাজিফা তাবাসসুম, আইএবির সাধারণ সম্পাদক স্থপতি এম মাসুদ উর রশিদ।

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি আবু হায়দার ইমামউদ্দিন, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার এবং স্থপতি তামান্না সাঈদ। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার এ টি এম শামীম উজ জামানসহ বিভিন্ন প্রখ্যাত স্থপতি ও অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ১১ তম বিএইএ পুরস্কার প্রতিযোগিতায় জমা দেওয়া ৭২টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ৬টি পুরস্কৃত প্রকল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে: এ হোম ফর মেমোরিজ অ্যান্ড ডে ড্রিমস-স্টুডিও গুমতী ঘর, রূপগাঁও-পার্সিভ + এ এস পি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট-১৭ মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং-নিওফরমেশন আর্কিটেক্টস, অজো আইডিয়া স্পেস-গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিঙ্কারস, গল্পগৃহ-ইন্ডাসকন আর্কিটেক্টস এবং জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক-ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড।

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ) প্রতিযোগিতা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে আয়োজিত, যা আর্কিটেকচারের ক্ষেত্রে অসাধারণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং উজ্জ্বল স্থাপত্য কর্মকে সম্মানিত করার উদ্দেশ্যে পরিচালিত।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত