হোম > অর্থনীতি > করপোরেট

সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের তদারকি

বিজ্ঞপ্তি

সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের তদারকি। ছবি: সংগৃহীত

সারা দেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নি দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অগ্নি সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মহড়া, গণসংযোগ, প্রশিক্ষণ, লিফলেট বিতরণসহ বিভিন্ন তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শকেরা বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্নি নিরাপত্তার আওতায় আনতে নিয়মিত পরিদর্শন ও নোটিশ দিয়ে থাকেন। ফায়ার সার্ভিসের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং ঢাকায় রাজউকের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ পর্যন্ত জানুয়ারি মাসে সারা দেশে মোট ৩৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসবের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে গত ২২ জানুয়ারি ঢাকার খিলগাঁওয়ের ৩৬৮ স্কাই ভিউ নাজমা টাওয়ারে রাজউকের ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১০ তলা ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করায় এবং অগ্নি নিরাপত্তাব্যবস্থা না থাকায় এর বিভিন্ন তলায় বিদ্যমান পাঁচটি রেস্টুরেন্ট ও একটি মিনিসোর শোরুম সিলগালা করা হয়েছে। বাকি দোকানগুলো বন্ধ থাকায় সেগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকার দুজন জোন কমান্ডার, খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, দুজন ইন্সপেক্টরসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত