সোনালী ব্যাংক লিমিটেডের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের উদ্যোগে ‘মাইক্রোসফট পাওয়ার বিআই (বিজনেস ইনটেলিজেন্স)’ বিষয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আইটি ল্যাবে এই কর্মশালা শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের আইটি সার্ভিসেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পারসুমা আলম এবং প্রশিক্ষক হিসেবে ডি৫ লিমিটেডের ডাটা এনালিস্ট মো. মাহাবুবুর রহমান।
প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।