হোম > অর্থনীতি > করপোরেট

‘বাংলাদেশ আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর’ এক্সপোতে নজর কাড়ল বার্জার পেইন্টস

বিজনেস প্ল্যাটফর্ম বাংলাদেশ আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপোর পঞ্চম আয়োজন শেষ হয়েছে। গত ১২-১৪ অক্টোবর রাজধানীতে জাহাজ নির্মাণ, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং ও অফশোর টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে এই এক্সপো হয়। এতে দর্শনার্থীদের নজর কাড়ে বার্জার পেইন্টসের প্রিমিয়াম কোটিং।

মেরিটাইম সেক্টরের সঙ্গে সম্পর্কিত অত্যাধুনিক প্রযুক্তি, উপকরণ, সরঞ্জামাদি ও পদ্ধতি প্রদর্শনের লক্ষ্যে এই ইভেন্টটি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এক্সপোর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে স্থান পাওয়া পণ্যগুলোর মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উন্নত মেরিন পেইন্টগুলো বিশেষভাবে নজর কেড়েছে। উচ্চ-ক্ষমতাসম্পন্ন মেরিন কোটিং ও এর সঙ্গে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট চালুর মাধ্যমে বাংলাদেশি পণ্যের মান বৃদ্ধির লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২০ সালে বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড চুগোকু মেরিন পেইন্টসের সঙ্গে একটি চুক্তি সই করে। চুগোকু মেরিন পেইন্টসের সহকারী মহাব্যবস্থাপক সাতোশি ইশিদা প্রদর্শনীর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন।

বার্জার এবং সিএমপির সহযোগিতায় প্রস্তুত করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল হাই-বিল্ড ইপোক্সি প্রাইমার, ইপোক্সি টাই কোট, সিনথেটিক রেইজিন-ভিত্তিক সিঙ্গেল-কম্পোনেন্ট টাই কোট, হাইড্রোলাইসিস টাইপ ও সেলফ পলিশিং টাইপ অ্যান্টিফাউলিং, ইপক্সি টপকোট, অ্যালকিড টপকোট, পলি ইউরিথেন টপকোট, হাই-বিল্ড অ্যালকাইড প্রাইমার, উচ্চ তাপ রোধী পেইন্ট ও বিভিন্ন উন্নত উপকরণ।

সমুদ্রগামী জাহাজ, রপ্তানি জাহাজ, ক্লাস জাহাজ ও বিভিন্ন নদীবাহী জাহাজের দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য উন্নতমানের কোটিং প্রয়োজন হয়। জাহাজের সুরক্ষায় স্থানীয় নির্মাণকারীরা যাতে বিশ্বমানের পণ্য পেতে পারে, বার্জার সে ব্যবস্থা করেছে। এই উদ্যোগটি লিড টাইম হ্রাস, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আমদানি ব্যয় ও ঝামেলা কমানোর মাধ্যমে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে। ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা এবং পুঙ্খানুপুঙ্খ তত্ত্বাবধানের মাধ্যমে বার্জার এবং চুগোকু পণ্যের গুণমান নিশ্চিত করে থাকে।

বার্জার পেইন্টসের আরও মেরিন পণ্য রয়েছে। জাহাজের সুরক্ষা দিতে বার্জারের রয়েছে সি বর্ন মেরিন পেইন্টস, সি বর্ন প্লেট গার্ড ও বার্জার মেরিনের মতো পণ্য। চুগোকু মেরিন পেইন্টস উদ্ভাবিত এই মেরিন পেইন্টগুলো বিশ্বখ্যাত স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছে। বিপিবিএিলের সিএমপি সার্টিফিকেশনের মধ্যে রয়েছে প্রাইমার ক্যাটাগরিতে বিএএনএনওএইচ ১৫০০-এর জন্য পিএসপিসি টাইপ অ্যাপ্রুভাল, এফডিএ এবং এসওএলএএস সার্টিফিকেশন, টাই কোট ক্যাটাগরিতে বিএএনএনওএইচ ১৫০০ আরজের জন্য পিএসপিসি টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেশন, অ্যান্টিফাউলিং ক্যাটাগরিতে সিটএন্ডার ১০, সিগ্রাপি ৩৩০ এইচএসের জন্য ফ্রি সার্টিফিকেশন, টপ কোট ক্যাটাগরিতে এপিকন ফিনিশ এইচবি, ইভা ম্যারিন, ইউনম্যারিন, বিএএনএনওএইচ ১৫০০, সিলভা স্পার, রোসওয়ান কিউডি এইচবির জন্য এসওএলএস ফায়ার রিটারডান্ট সার্টিফিকেশন এবং ট্যাংক লাইনার ক্যাটাগরিতে পিএসপিসি টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেশন ফর ব্যালাস্ট ওয়াটার ট্যাংক অ্যান্ড কার্গো অয়েল ট্যাংকের জন্য ইপিকোন টি-৫০০। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এই সিএমপি পণ্যগুলোর লাইসেন্সপ্রাপ্ত প্রস্তুতকারক।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ