কানাডার কিংসটন শহরের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রিন ডেলটা সাপোর্ট ফোরামের (জিডিএসএফ) কার্যনির্বাহী পর্ষদের বার্ষিক সভা হয়েছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়।
সভায় গত বছর ফোরামের অর্থায়নের প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি উপস্থাপন করেন শাহরিয়ার জামান। এ সময় বাংলাদেশে ৮টি জেলায় দরিদ্র পরিবারে ১৪টি প্রকল্পে অর্থায়নের বিষয়ে জানানো হয়। এতে আরও জানানো হয়, প্রকল্পগুলোর মধ্যে মুদিদোকান স্থাপন, গরু-বাছুর পালন, ভ্যানগাড়ি চালানো, সেলাই মেশিন হস্তান্তর প্রভৃতি হলো উল্লেখযোগ্য প্রকল্প।
অর্থায়ন করা প্রকল্পগুলোর আয়-ব্যয় ও পরিসংখ্যান চিত্র উপস্থাপন করেন কাজি ফয়েয আহমেদ। সভাপতির ভাষণে মাহফুজ কাদের ফোরামের কার্যক্রমে উন্নয়ন ও সম্প্রসারণের পেছনে সদস্যদের ত্যাগ ও সহায়তার কথা স্মরণ করেন। সিলেটের বন্যার সময় ও উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণে সংশ্লিষ্টদের সাহায্যের জন্য ধন্যবাদ জানান।
সভায় অংশ নেন কাজি ইসলাম, মো. জুল্ কারনাইন, জুলফিকার আলম, মো. হানিফ, শাহ্ রিয়ার খান, হাসান আলম, আ. হাই, কবির আহমেদ, হারুন রশিদ প্রমুখ।