হোম > অর্থনীতি > করপোরেট

শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, ডিনস অ্যাওয়ার্ড ও কাজী ফার্মস স্কলারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার মো. নজরুল ইসলাম, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং এসিআই এগ্রিবিজনেসের সভাপতি এফ এইচ আনসারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক লাম-ইয়া-আসাদ। 

অনুষ্ঠানে এএসভিএম অনুষদের কোর্স ক্রেডিট সিস্টেমের ওপর প্রেজেন্টেশন করেন অ্যানিমেল নিউট্রিশন অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন। স্বাগত বক্তব্য দেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান কে বি এম সাইফুল ইসলাম। বক্তব্য দেন পরিচিতি অনুষ্ঠান, ডিন’স অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়া প্রোগ্রামের আহ্বায়ক পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্টসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী। 

অনুষ্ঠানে বিভিন্ন লেভেলের ৩২ জন শিক্ষার্থীকে ডিন অ্যাওয়ার্ড ও ২০ জন শিক্ষার্থীকে কাজী ফার্মস বৃত্তি দেওয়া হয়।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ