হোম > অর্থনীতি > করপোরেট

চাহিদা বাড়ায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাড়াচ্ছে বিমান

বাংলাদেশ থেকে পাড়ি দেওয়া অভিবাসী কর্মীদের বড় অংশই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। পাশাপাশি ক্রমাগত বাড়ছে ওমরাহ যাত্রীর সংখ্যা। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো গন্তব্যে উচ্চ মূল্য পরিশোধের পরও রয়েছে আকাশপথের টিকিট সংকট। এ অবস্থায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, অব্যাহত যাত্রী চাহিদা ও ওমরাহ যাত্রী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ওমরাহ যাত্রী বাড়ায় চলমান ফ্লাইটের পাশাপাশি আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিজি ২৩৫ সরাসরি সিলেট-জেদ্দা রুটে যাত্রা করবে। এ ছাড়াও আগামী ২১ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার বিজি ২৩৬ সরাসরি জেদ্দা-সিলেট রুটে যাত্রা করবে। 

অন্যদিকে আগামী ২৭ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি ২৩৭ সরাসরি সিলেট-মদিনা রুটে যাতায়াত করবে। এ ছাড়াও আগামী ৯ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিজি ১৩৮ সরাসরি মদিনা-চট্টগ্রাম রুটে যাত্রা করবে। 
 
অভিবাসী কর্মীদের সুবিধায় আগামী ১১ ডিসেম্বর থেকে প্রতি সোমবার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি ১৪৮ সরাসরি দুবাই-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১৩ ডিসেম্বর থেকে প্রতি বুধবার বিজি ২২৭ সরাসরি সিলেট-আবুধাবি রুটে যাত্রা করবে এবং ১৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার বিজি ১২৭ সরাসরি চট্টগ্রাম-আবুধাবি রুটে চলাচল করবে। 

এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি থেকে প্রতি রোববার একটি অতিরিক্ত ফ্লাইট বিজি ১২৫ সরাসরি চট্টগ্রাম-দোহা রুটে যাত্রা করবে। 
 
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ইতিমধ্যেই এসব রুটের শিডিউলসমূহ বিমানের হোস্ট সিস্টেমসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোনো সেলস্ সেন্টার, বিমান কল সেন্টার, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন