আনোয়ার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান আনোয়ার ডিউরারুফ সম্প্রতি মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড (এক্স সিরামিক্স গ্রুপ)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকার বাড্ডায় মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড এর হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তির অধীনে, মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড নিজস্ব কারখানার ছাদে শুধুমাত্র আনোয়ার ডিউরারুফ ব্যবহার করবে। ইতালীয় প্রযুক্তিতে তৈরি এবং বিশ্বমান সম্পন্ন ডিউরারুফ দেশের নির্মাণ এবং শিল্প খাতে ২০১৭ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেছেন বিন্ডিং ম্যাটারিয়াল ডিভিশন-এর সিইও মো. গাজি মাহফুজুর রহমান এবং মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড-এর পক্ষ থেকে রিয়েল এস্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কন্সট্রাকশন-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. এন এ পাটোয়ারী। এছাড়াও আনোয়ার সিমেন্ট শীট-এর কনসালটেন্ট ড. মোছাদ্দেক হোসেন, আনোয়ার ডিউরারুফ-এর জিএম (বিজনেস) সঞ্জয় কুমার বালা এবং মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড-এর পক্ষ থেকে জিএম ফনী ভূষণ দেবনাথ উপস্থিত ছিলেন।