হোম > অর্থনীতি > করপোরেট

ইউসিবির উদ্যোগে নরসিংদী-কিশোরগঞ্জে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কিশোরগঞ্জ ও নরসিংদীর কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের নিহাল পার্কে ও নরসিংদীর সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি করা হয়। এতে দুই জেলার প্রায় ৬৩০ জন কৃষি উদ্যোক্তা অংশ নেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান বলেন, ‘বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজ শর্তে ঋণ নিয়ে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি।’

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র বণিক, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাহবুবুর রহমান, কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম ইউসিবিরি জেলা শাখার ব্যবস্থাপক এস এম ওলি আহাদসহ ইউসিবির কর্মকর্তারা।

একই দিন নরসিংদী জেলার সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে জেলার ৬টি উপজেলার প্রায় ২৬০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক কাজী মনির হোসেন।

 ‘ভরসার নতুন জানালা’ নামের কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত প্রায় ১৭ হাজার কৃষি উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ