হোম > অর্থনীতি > করপোরেট

ঈদ উপলক্ষে এমিরেটসে যুক্ত হচ্ছে ১৭টি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে বর্ধিত যাত্রী চাহিদা সামলাতে এমিরেটস এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্য/জিসিসি অঞ্চলের জেদ্দা, কুয়েত, দাম্মাম ও আম্মানের জন্য অতিরিক্ত ১৭টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এমিরেটস এক বিবৃতিতে জানায়, চলতি ঈদের ছুটিতে এসব অঞ্চলে ৩ লাখ ৭১ হাজারেরও বেশি যাত্রী এমিরেটসে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। আম্মান ও আম্মান থেকে ৬টি এবং দাম্মাম ও দাম্মাম থেকে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও, জেদ্দা থেকে অতিরিক্ত ৬টি এবং কুয়েত থেকে ২টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ঈদের ঐতিহ্য অনুযায়ী, এমিরেটস নির্দিষ্ট কিছু ফ্লাইটের সব শ্রেণীতে বিশেষ ঈদ মেন্যু অফার করবে। সুস্বাদু খাবারের তালিকায় থাকবে—চিকেন মাতফি, প্রন মাতফি, চিকেন মাতলুবেহ, মিক্সড গ্রিল, যেমন—চিকেন শীষটাউক ও ল্যাম্ব কোপতা, হালুয়া ব্রাউনি, পেজতা কেক ও অন্যান্য।

ঈদের ছুটিতে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৬ হাজার ৫ শর বেশি চ্যানেলের মাধ্যমে অসংখ্য বৈচিত্র্যময় কনটেন্ট উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে ৮০টি আরবিসহ ২ হাজারের বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ