হোম > অর্থনীতি > করপোরেট

তিন যুগ পেরিয়ে ৩৭ বছরে শেল্‌টেক্

বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড ৩৭ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় শেল্‌টেক্ আবাসন খাতের বাইরে সিরামিকস, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, কার্গো পরিবহন, এসপিসি পোল, বুটিক হোটেল, ব্রোকারেজ হাউসসহ বহু ব্যবসায় যুক্ত হয়ে শক্তিশালী কনগ্লোমারেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদের একনিষ্ঠ প্রচেষ্টা ও দূরদর্শিতা এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে আরও উন্নয়ন ও সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে শেল্‌টেক্। দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি জনমানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

শেল্‌টেক্ প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে, প্রয়াত ড. তৌফিক এম সেরাজ ও ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদের হাত ধরে। প্রতিষ্ঠাকালের পর থেকে আবাসিক, বাণিজ্যিক এবং মিশ্র-ব্যবহার প্রকল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে শেল্‌টেক্। মানসম্মত নির্মাণ, নির্ধারিত সময়ে হস্তান্তর এবং ক্লায়েন্ট-সন্তুষ্টির মাধ্যমে শেল্‌টেক্ বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে পথপ্রদর্শক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে সক্রিয় অবদান রাখা ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি নানাবিধ জনকল্যাণকর কার্যসম্পাদনের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছে।

আজ (১২ মার্চ) বর্ষপূর্তি উপলক্ষে, শেল্‌টেক্ টাওয়ারের ড. তৌফিক এম সেরাজ লাউঞ্জে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেল্‌টেকের বিভিন্ন অঙ্গসংস্থানের সব সহযাত্রী।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ