হোম > অর্থনীতি > করপোরেট

হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। আজ শনিবার ঢাকায় হোটেল শেরাটনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে হারল্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। 

বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘বাংলাদেশে মানসম্মত কসমেটিকস নিয়ে এসেছে হারল্যান ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই পছন্দের এবং মানের দিক থেকেও অতুলনীয়। বাংলাদেশের বাজারে নতুন এই ব্র্যান্ড হারল্যানের ব্যাপক প্রসারে আমি কাজ করব।’

অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম ও হারল্যানের ব্র্যান্ড ম্যানেজার আসিফ ইমরান রুবেন পরস্পরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। ভোক্তাদের কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন আপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আই লাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। লিপস্টিক লাইন আপে আছে, স্যাটিন, লিকুইড ও বুলেট লিপস্টিক। নেইল পলিশের কালেকশন এ আছে গ্লিটার, হলোগ্রাফিক, জেল ও রেগুলার নেইল পলিশ। 

বিদ্যা সিনহা সাহা মিমের মতো জনপ্রিয় তারকার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এ দেশের কসমেটিক জগতে নতুন মাত্রা যোগ করবে বলেই সংশ্লিষ্টরা আশা করছেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত