হোম > অর্থনীতি > করপোরেট

উপায়-ট্যাং যৌথ ক্যাম্পেইনে গাড়ি জিতলেন বরিশালের বিল্লাল

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় ও বেভারেজ ব্র্যান্ড ট্যাংয়ের যৌথ রমজান মেগা ক্যাম্পেইনে অংশ নিয়ে নতুন গাড়ি পেয়েছেন বরিশালের হাফিজ মো. বিল্লাল হোসেন।

সম্প্রতি রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেনোয়া (KWID 1.0L RXL AMT) মডেলের গাড়ির চাবি তাঁর হাতে তুলে দেওয়া হয়।ইউসিবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং উপায়-এর পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ এবং যিনি একইসাথে উপায় এর পরিচালনা পর্ষদেরও একজন সদস্য এবং মন্ডেলেজ ইন্টারন্যাশনালের কান্ট্রি হেড জাহিদ আলম খান গ্র্যান্ড প্রাইজ জয়ী হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন। এছাড়াও মেগা ক্যাম্পেইনের আরও সাত বিজয়ীর হাতেও মোটরসাইকেল তুলে দেন তারা।

উপায় ট্যাং-এর সাথে যৌথভাবে ৭ মার্চ থেকে ২ মে পর্যন্ত এই মেগা ক্যাম্পেইন পরিচালিত হয়। এর আওতায় একজন গ্রাহক ট্যাংয়ের প্যাকেট কিনে ৬ ডিজিটের একটি প্রমো কোড প্রয়োগ এবং লেনদেনের ভিত্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ডসহ, স্মার্টফোন, মোটরবাইক ও গাড়ি জেতার সুযোগ ছিল।

২০২১ সালের মার্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।  

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন