হোম > অর্থনীতি > করপোরেট

যমুনা ঈদ ক্যাম্পেইন সিজন-৪ উপলক্ষে আনন্দ র‍্যালি

দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন সিজন-৪। এবারের স্লোগান ‘এই ঈদে যমুনা পণ্য কিনে হতে চান মিলিয়নিয়ার?’ এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে যমুনা ইলেকট্রনিকসের ডিলার ‘ঝিলমিল ইলেকট্রনিকস’ এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করে। 

আজ সোমবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, যমুনার এই ক্যাম্পেইন সব শ্রেণির ক্রেতাসাধারণের মধ্যে দারুণ এক সাড়া জাগিয়েছে। এই আনন্দ র‍্যালিতে বিশেষভাবে অংশ গ্রহণ করেন ঈদ ক্যাম্পেইন সিজন-৪ এর পুরস্কার প্রাপ্ত বিজয়ী ক্রেতা জনাব মো. রহিম মিয়া। তিনি যমুনার একটি রেফ্রিজারেটর কিনে আরেকটি রেফ্রিজারেটর সম্পূর্ণ ফ্রি পেয়েছেন। রেফ্রিজারেটর ফ্রি পেয়ে আনন্দিত তিনি। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশজুড়ে চলছে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন সিজন-৪। এই ঈদ ক্যাম্পেইনে যমুনার ক্রেতারা পণ্য কিনে রেজিস্ট্রেশন করে ১০ লাখ টাকার নগদ ক্যাশব্যাক ও ফ্রি রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য পেতে পারেন। দেশব্যাপী শুরু হওয়া এই কনজ্যুমার প্রমোশনে ক্রেতাগণ যমুনা প্লাজা কিংবা ডিলার শোরুম থেকে পণ্য কিনে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই পুরস্কারের আওতায় আসবে। কনজ্যুমার প্রমোশন বিক্রয় প্রচার কার্যক্রম হলেও যমুনা আকর্ষণীয় অফারে দেশ সেরা ইলেকট্রনিকস পণ্য ক্রেতাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। 

আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন যমুনা ইলেকট্রনিকসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, প্রোপ্রাইটর মো. পান্নু মিয়া, প্রোডাক্ট ম্যানেজার শেখ রিফাত জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ‍র‍্যালিটি কেরানীগঞ্জ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি র‍্যালিতে যোগ করে ভিন্ন এক মাত্রা। 

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা