হোম > অর্থনীতি > করপোরেট

পয়লা বৈশাখে এসিআই মোটরসের নতুন মডেলের সোনালিকা ট্রাক্টর উদ্বোধন

বিজ্ঞপ্তি

দেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।

দেশব্যাপী একযোগে ১৫টি স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মানিকগঞ্জ জেলায় প্রধান উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  

নতুন সোনালিকা ৩৫-আরএক্স মডেলে রয়েছে পাওয়ার স্টিয়ারিং সুবিধা, যা ট্রাক্টর নিয়ন্ত্রণকে আরও সহজ ও আরামদায়ক করবে। এই ট্রাক্টর কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি চাষের কাজেও ব্যবহার করা যায়।

অন্যদিকে, সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ মডেলে যুক্ত করা হয়েছে হাই-লো-মিডিয়াম গিয়ার বক্স এবং টার্বোচার্জড ইঞ্জিন, যা উঁচু-নিচু জমিতে কাজ করা এবং ভারী লোড বহনে বাড়তি সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে এসিআই মোটরসের সম্মানিত গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেল দুটির ফিচার ও উপযোগিতা সরাসরি প্রদর্শন করা হয়, যা থেকে আগত অতিথিরা হাতেকলমে ট্রাক্টরগুলোর সক্ষমতা দেখার সুযোগ পান। এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিভিন্ন আয়োজন, যা সবাই উপভোগ করেন।

এসিআই মোটরসের এই প্রোগ্রামগুলোতে ট্রাক্টর ছাড়াও আরও অনেক আধুনিক কৃষি সরঞ্জাম প্রদর্শন করা হয়, যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচপাম্প; পাশাপাশি ফারটুন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এসিআই মোটরস ভবিষ্যতে এই ধরনের নতুন পণ্য ও উদ্ভাবন নিয়ে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে এবং গ্রাহকদের উন্নত জীবনের সেবা দিয়ে আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

এভাবে পয়লা বৈশাখের উৎসবের সঙ্গে মিলিয়ে নতুন কৃষিভিত্তিক ট্রাক্টরের সফল উদ্বোধনের মাধ্যমে এসিআই মোটরস আবারও প্রমাণ করে, তারা শুধু পণ্য নয়, কৃষকের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আসতেও প্রতিজ্ঞাবদ্ধ।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক