গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৪’ দেওয়া হয়েছে।
স্নোটেক্স পরিবেশবান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশনের লক্ষ্যে কাজ করছে। কাজের স্বীকৃতিস্বরূপ স্নোটেক্সকে এই পুরস্কার দেওয়া হয়।
বুধবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) মো. তোফাজ্জল হোসেনের হাতে এ পদক তুলে দেন।