হোম > অর্থনীতি > করপোরেট

ক্রেতাদের মধ্যে রয়্যাল এনফিল্ড সরবরাহ শুরু করল ইফাদ মোটরস

ক্রেতাদের মধ্যে রয়্যাল এনফিল্ড সরবরাহ শুরু করল ইফাদ মোটরস। ছবি: সংগৃহীত

বৈশ্বিক পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে গত ২১ অক্টোবর বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড এবং ২০২৪ সালের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করে, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম।

রয়্যাল এনফিল্ডের গ্র্যান্ড ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত হয়ে উঠেছে। ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে এই লঞ্চিং ইভেন্ট উদ্‌যাপিত হয়। দেশের মোটরসাইকেলপ্রেমীরা এই ব্র্যান্ডের প্রতি অসাধারণ ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এবং শোরুম ঘুরে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের মতামত প্রকাশ করে ব্র্যান্ডকে শুভকামনা জানিয়েছেন।

গত ২২ অক্টোবর বাংলাদেশে উদ্বোধনের এক দিন পর থেকে রয়্যাল এনফিল্ড আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়ে অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রি-বুকিং সম্পন্ন করেছেন।

১২ জানুয়ারি ইফাদ মোটরস লিমিটেড ঢাকার তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুম থেকে প্রি-বুক করা মোটরসাইকেল সরবরাহ শুরু করে। এ ছাড়া চলতি মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়্যাল এনফিল্ড তাদের ৯টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু করবে এবং এসব শোরুম থেকেও মোটরসাইকেলের ডেলিভারি শুরু হবে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে আরও এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে।

নতুন বছরের শুরুতে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল ডেলিভারির খবরটি ক্রেতাদের জন্য আনন্দ ও উচ্ছ্বাসের। বহু প্রতীক্ষার পর তাঁদের স্বপ্নের আইকনিক মোটরসাইকেলটি পেয়ে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু