হোম > অর্থনীতি > করপোরেট

গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগে স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫

বিজ্ঞপ্তি

স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এ প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবারের স্পোর্টসফেস্টে ২১টি ক্লাবের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগিতায় ১১টি ইভেন্ট থাকছে, যার মধ্যে রয়েছে— বাহু ক্রীড়া (আর্ম রেসলিং), ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, ৮ বল পুল, স্নুকার, টেবিল টেনিস ও টেনিস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সহ-সভাপতি ও আয়োজক কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ইফতেখার রহমান ও ক্লাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম-সহ বিভিন্ন অতিথিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড ক্রীড়া উৎসবটি সফল করতে তাদের পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজকরা আশাবাদী, স্পোর্টসফেস্ট ‘উল্লাস’— ২০২৫ ক্রীড়াপ্রেমী ও প্রতিযোগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’