হোম > অর্থনীতি > করপোরেট

আবারও শুরু হচ্ছে ‘কনকা সেরা পরিবার’

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড কনকা’র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়্যালিটি গেম শো ‘কনকা সেরা পরিবার সিজন-২ ’। প্রথম সিজনে দর্শকদের মধ্যে সাড়া পাওয়ায় প্রতিষ্ঠানটি প্রতিযোগিতাটির নতুন সিজন নিয়ে আসছে। 

নতুন সিজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ অনেক কিছু। আজ রোববার ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘সিনার্জি থ্রি’ হলরুমে সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে কনকা পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল আফছার, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুল হক হুসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ডিরেক্টর আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রো মার্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী। বক্তব্যে তিনি ‘কনকা’ ব্র্যান্ডের সামগ্রিক পথচলা, আগামীর দিকনির্দেশনা সম্পর্কে সবাইকে ধারণা দেন। এরপর সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির ডিরেক্টর আশফাক উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয়গুলো নিয়ে এরপর বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। 

সবশেষে ইলেকট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল আফছার ‘কনকা সেরা পরিবার সিজন-২’ নিয়ে আসার নেপথ্যের ভাবনা উপস্থিত সাংবাদিক বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তিনি বলেন, ‘কনকা সেরা পরিবারের প্রথম সিজনেই দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করেছি। এটাই আরও একটি সিজন পরিকল্পনার প্রভাবক হিসেবে কাজ করেছে। এর পাশাপাশি গত বছর এই অনুষ্ঠানটির প্রথম সিজন করতে গিয়ে আমরা দেখেছি পারিবারিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের অনুষ্ঠান বেশ ভালো ভূমিকা রাখে।’

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন