হোম > অর্থনীতি > করপোরেট

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের সমাপনী মার্চে

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ৮ম আয়োজন আগামী মার্চ মাসে শেষ হতে যাচ্ছে। ২০১৪ সাল থেকে কৃষি খাতে উদ্যোগীদের খুঁজে বের করতে ও তাঁদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার জন্য এই আয়োজন করছে প্রতিষ্ঠান দুটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের সিজন-৮ কার্যক্রম শুরু হয় গত বছরের আগস্ট মাসে। এবার ১০টি ক্যাটাগরিতে ৪৯৩টি আবেদন জমা পড়ে। একটি গবেষণা সংস্থা আবেদনপত্রগুলো থেকে যাচাই-বাছাই করে জুরি বোর্ডের সামনে সংক্ষিপ্ত তালিকা তুলে ধরে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সভাপতিত্বে জুরি বোর্ডে সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাজাহান কবির ও ন্যাশনাল জেন্ডার অ্যান্ড স্যোশিও ইকোনমিক এনালিস্ট জাকিয়া নাজনীন। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী, প্রকল্প পরিচালক শহীদুল আলম সাচ্চু উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘তিন বেলা আমাদের খাবার টেবিলের খাদ্যের জোগান দিচ্ছেন আমাদের কৃষক। এর পেছনে কৃষিবিদ থেকে শুরু করে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে। চ্যানেল আই-অ্যাগ্রো অ্যাওয়ার্ড সেই সব ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও গতিশীল করতে চায়।’

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘কৃষক ও কৃষিকে ঘিরে যারা সম্ভাবনার আলো ছড়িয়ে যাচ্ছেন আমরা তাদের আলোয় আলোকিত করতে চাই পুরো বাংলাদেশকে।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ