হোম > অর্থনীতি > করপোরেট

ইউসিবির পরিচালনা পর্ষদের সভায় মুনাফা ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদিত হয়েছে। বিশিষ্ট রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির পর্ষদের সভায় সভাপতিত্ব করেন।

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব বিবরণী তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ, নিট মুনাফা ২৬২ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৯৯ কোটি টাকা বেশি।

পর্ষদ সভায় জানানো হয় যে, ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা থেকে বেড়ে ১.৭৫ টাকা হয়েছে, যেখানে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.০৮ টাকা থেকে বেড়ে ২৯.৪৬ টাকা হয়েছে৷

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউসিবির মোট সম্পদের মূল্য ছিল ৭৪,৭৭৫ কোটি টাকা। ইউসিবির আমানত ৬ শতাংশ বেড়ে ৫৪,৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণের পরিমাণ ১২ শতাংশ বেড়ে পেয়ে ৫৬,৭৬১ কোটি টাকা হয়েছে।

ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান, এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আসন্ন ত্রৈমাসিকে এই প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানিয়ে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ