হোম > অর্থনীতি > করপোরেট

মাটিতে পড়ে থাকা বৃদ্ধার ঠাঁই হলো হাসপাতালের শয্যায়

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)

হাসপাতালের প্রবেশপথের একপাশে মাটিতে পড়েছিলেন ষাটোর্ধ্ব এক অজ্ঞাত নারী। শরীর প্রায় নিস্তেজ। মাছি বসছে। রোদ-বৃষ্টির মধ্যেও পড়ে থাকেন মাটিতে। কিছুক্ষণ পরপর গোঙাচ্ছিলেন তিনি।

গোঙানির শব্দ শুনতে পেয়ে চিকিৎসক মো. মকছেদুল মোমিন তাঁকে মাটি থেকে তুলে আনেন হাসপাতালের বারান্দায়। চোখে পানি ছিটালে ধীরে ধীরে তাকানোর চেষ্টা করেন বৃদ্ধা। কোনো কথা বলতে পারছিলেন না। পরে তাঁর মাথার জটচুল কেটে দেওয়া হয়। পরানো হয় নতুন কাপড়। শুরু করা হয় তাঁর চিকিৎসা। গতকাল শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল দুপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা চিকিৎসাধীন আছেন। সেখানে সেবা ও চিকিৎসা দিয়ে তাঁকে আগলে রেখেছেন মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মকসেদুল মোমিন। নাম-পরিচয় কিছুই জানেন না ওই বৃদ্ধা। তিনি কথাও বলতে পারেন না। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধাকে শয্যায় নিস্তেজ অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। ভর্তির রেজিস্ট্রারে ‘অজ্ঞাত’ পরিচয় উল্লেখ করা হয়েছে। তিনি মাঝেমধ্যে উঠে পানি খাচ্ছিলেন। কোনো কথা বলতে পারছিলেন না। শরীরের চামড়াগুলো ঝুলে গেছে। হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, সেগুলো খেয়েই থাকছেন। তবে সব খাবারও খেতে পারছেন না। 

হাসপাতালের নার্সিং সুপার কীরণ বালা সরকার বলেন, ‘অজ্ঞাত বৃদ্ধা কথা বলতে পারেন না। এ জন্য তাঁর সঠিক পরিচর্যায় সমস্যা হচ্ছে। স্বাভাবিক খাবার খেতে পারছেন না। হাসপাতালে ভর্তির পর থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মকসেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত এক বৃদ্ধকে হাসপাতালের প্রবেশপথ থেকে তুলে এনে ভর্তি করা হয়েছে। তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী। পাশাপাশি জন্ডিস, লেভারসহ নানা রোগে ভুগছেন। যতটুকু সম্ভব আমরা চিকিৎসা চালিয়ে নিচ্ছি। এমন সময় তাঁর ভালো সেবা দরকার। তবে কোনো অভিভাবক না থাকায় সম্ভব হচ্ছে না।’

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক