হোম > অর্থনীতি > করপোরেট

মাটিতে পড়ে থাকা বৃদ্ধার ঠাঁই হলো হাসপাতালের শয্যায়

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)

হাসপাতালের প্রবেশপথের একপাশে মাটিতে পড়েছিলেন ষাটোর্ধ্ব এক অজ্ঞাত নারী। শরীর প্রায় নিস্তেজ। মাছি বসছে। রোদ-বৃষ্টির মধ্যেও পড়ে থাকেন মাটিতে। কিছুক্ষণ পরপর গোঙাচ্ছিলেন তিনি।

গোঙানির শব্দ শুনতে পেয়ে চিকিৎসক মো. মকছেদুল মোমিন তাঁকে মাটি থেকে তুলে আনেন হাসপাতালের বারান্দায়। চোখে পানি ছিটালে ধীরে ধীরে তাকানোর চেষ্টা করেন বৃদ্ধা। কোনো কথা বলতে পারছিলেন না। পরে তাঁর মাথার জটচুল কেটে দেওয়া হয়। পরানো হয় নতুন কাপড়। শুরু করা হয় তাঁর চিকিৎসা। গতকাল শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল দুপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা চিকিৎসাধীন আছেন। সেখানে সেবা ও চিকিৎসা দিয়ে তাঁকে আগলে রেখেছেন মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মকসেদুল মোমিন। নাম-পরিচয় কিছুই জানেন না ওই বৃদ্ধা। তিনি কথাও বলতে পারেন না। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃদ্ধাকে শয্যায় নিস্তেজ অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। ভর্তির রেজিস্ট্রারে ‘অজ্ঞাত’ পরিচয় উল্লেখ করা হয়েছে। তিনি মাঝেমধ্যে উঠে পানি খাচ্ছিলেন। কোনো কথা বলতে পারছিলেন না। শরীরের চামড়াগুলো ঝুলে গেছে। হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, সেগুলো খেয়েই থাকছেন। তবে সব খাবারও খেতে পারছেন না। 

হাসপাতালের নার্সিং সুপার কীরণ বালা সরকার বলেন, ‘অজ্ঞাত বৃদ্ধা কথা বলতে পারেন না। এ জন্য তাঁর সঠিক পরিচর্যায় সমস্যা হচ্ছে। স্বাভাবিক খাবার খেতে পারছেন না। হাসপাতালে ভর্তির পর থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মকসেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত এক বৃদ্ধকে হাসপাতালের প্রবেশপথ থেকে তুলে এনে ভর্তি করা হয়েছে। তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি মানসিক ভারসাম্যহীন রোগী। পাশাপাশি জন্ডিস, লেভারসহ নানা রোগে ভুগছেন। যতটুকু সম্ভব আমরা চিকিৎসা চালিয়ে নিচ্ছি। এমন সময় তাঁর ভালো সেবা দরকার। তবে কোনো অভিভাবক না থাকায় সম্ভব হচ্ছে না।’

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ