হোম > অর্থনীতি > করপোরেট

কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান-ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে সেমিনার

কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমির (বিবিটিএ) উদ্যোগে সেমিনার হয়েছে। ১৪ সেপ্টেম্বর বিবিটিএয়ের এ কে এন আহমেদ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) মো. এজাজুল ইসলাম ও বিবিটিএয়ের নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন। সেমিনারে বিবিটিএয়ের পরিচালক মো. মেজবাহ উদ্দিন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক থেকে পরিচালক পর্যায়ের ১১৪ জন কর্মকর্তা অংশ নেন।

স্বাগত বক্তব্যে বিবিটিএয়ের নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকারী সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। তিনি সেমিনারে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেমিনারে মোহাম্মদ ফরাসউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা-উত্তর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। সে ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে স্থিতিশীল রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সুষ্ঠু ব্যাংকিং সুপারভিশন নীতিমালা প্রণয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার ওপর তিনি আলোচনা করেন।

এ ছাড়া আর্থসামাজিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সহায়ক ভূমিকার ওপর আলোচনা করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা রক্ষায় একাধিক বিনিময় হারের পরিবর্তে একটি বিনিময় হার প্রবর্তনের বিষয়টির ওপর তিনি সর্বাপেক্ষা গুরুত্ব দেন। এ ছাড়া তিনি মানি লন্ডারিং প্রতিরোধে বিশেষ নজরদারিকেও গুরুত্ব দেন। দেশের সামগ্রিক বৈদেশিক মুদ্রার স্থিতি উন্নয়নে তিনি ‘সরাসরি বৈদেশিক বিনিয়োগ’ সহায়ক নীতিমালাকে কীভাবে যুগোপযোগী করা যায় পরামর্শ দেন।

সেমিনারে উপস্থাপিত বিষয়ের ওপর পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) মো. এজাজুল ইসলাম বলেন, ‘বর্তমান অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়নে মনিটারি টার্গেটিংয়ের বদলে ইন্টারেস্ট রেট টার্গেটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ তিনি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের ভূমিকার কথা আলোচনা করেন।

সেমিনারে সর্বশেষ আলোচক বিবিটিএয়ের নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে মুদ্রানীতির লক্ষ্যগুলোর মধ্যে অস্পষ্টতা, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ।’ তিনি আর্থিক খাতে স্থিতিশীলতা রক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত