রাজধানীর ভাসানটেক বস্তিবাসীর জীবনমানের টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
এই দুই প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি অনুযায়ী রাজধানীর ভাষানটেক বস্তিবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার অ্যান্ড লাইফের প্রকল্পে বিনা মূল্যে সিমেন্ট প্রদান করবে লাফার্জহোলসিম। ওয়াটার অ্যান্ড লাইফ সুবিধাবঞ্চিত মানুষের জন্য পানি, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং ওয়াটার অ্যান্ড লাইফের কান্ট্রি ডিরেক্টর অ্যালেক্সিয়া মিশেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
লাফার্জহোলসিম বাংলাদেশের করপোরেট অফিসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূঁইয়া এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।