হোম > অর্থনীতি > করপোরেট

সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক ও সিকদার ইনস্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকিং সেবাসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় পে-রোল ব্যাংকিং সার্ভিস, করপোরেট পেমেন্ট মডিউল ও অন্যান্য আর্থিক সমাধান দেওয়া হবে।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ আব্দুর রফিক চুক্তিটি বিনিময় করেন। এ ছাড়া অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া করপোরেট পেমেন্ট মডিউল ব্যবহারের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহজতর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, ‘বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্সের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা করপোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করবে। আমরা দীর্ঘমেয়াদি সফল একটি অংশীদারত্বের প্রত্যাশা করি।’

সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ