হোম > অর্থনীতি > করপোরেট

বিশ্ব ট্রমা দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব ট্রমা দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ট্রমা বিভাগ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, বিএসএমএমউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অত্র হাসপাতালের নিউরো সার্জারির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাদের হোসেন, নিউরোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আলমগীর। এ ছাড়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিউরোট্রমা বিভাগের ইউনিট-২-এর সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, নিউরোট্রমা সম্পর্কিত বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন করেন ডা. মো. ইসমাইল হোসেন ও ডা. মোহাম্মদ শামসুল আরিফিন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত চিকিৎসক ও নার্সরা। আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আঘাতজনিত রোগীর চিকিৎসা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত