হোম > অর্থনীতি > করপোরেট

বিশ্ব ট্রমা দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব ট্রমা দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ট্রমা বিভাগ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, বিএসএমএমউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অত্র হাসপাতালের নিউরো সার্জারির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাদের হোসেন, নিউরোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আলমগীর। এ ছাড়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিউরোট্রমা বিভাগের ইউনিট-২-এর সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, নিউরোট্রমা সম্পর্কিত বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন করেন ডা. মো. ইসমাইল হোসেন ও ডা. মোহাম্মদ শামসুল আরিফিন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত চিকিৎসক ও নার্সরা। আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আঘাতজনিত রোগীর চিকিৎসা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। 

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘এক্সিসেবল ডিজিটাল সেবা’ নিশ্চিতের আহ্বান

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মীদের সাফল্য উদ্‌যাপনে আবুল খায়ের স্টিলের ‘একেএস-একসাথে আগামীর পথে’

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নগদে লেনদেন করে জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন পেলেন বরিশালের সানি বেপারী

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন