হোম > অর্থনীতি > করপোরেট

বিশ্ব ট্রমা দিবসে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব ট্রমা দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ট্রমা বিভাগ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, বিএসএমএমউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অত্র হাসপাতালের নিউরো সার্জারির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. সাদের হোসেন, নিউরোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আলমগীর। এ ছাড়া অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিউরোট্রমা বিভাগের ইউনিট-২-এর সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, নিউরোট্রমা সম্পর্কিত বৈজ্ঞানিক বিষয় উপস্থাপন করেন ডা. মো. ইসমাইল হোসেন ও ডা. মোহাম্মদ শামসুল আরিফিন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত চিকিৎসক ও নার্সরা। আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আঘাতজনিত রোগীর চিকিৎসা প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। 

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি