হোম > অর্থনীতি > করপোরেট

নগদ গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ভালোবাসার কত রূপ’

শুরু হয়ে গেছে ফাল্গুন। বিশ্ব ভালোবাস দিবস উপলক্ষে গ্রাহক ও তারকাদের নিয়ে নগদ লিমিটেড আয়োজন করেছে দারুণ এক অনুষ্ঠানের। ‘ভালোবাসার কত রূপ’ অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইভে অংশ নিয়ে কুইজ খেলে পুরস্কার জিতেছেন গ্রাহকেরা। পাশাপাশি পছন্দের তারকার সঙ্গে দিয়েছেন প্রাণবন্ত আড্ডা। 

 ‘ভালোবাসার কত রূপ’ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে সংগীতশিল্পী শাফিন আহমেদ, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও অভিনেতা নিরব, ইউটিউবার তৌহিদ হোসেন আফ্রিদি, শিল্পী পূজা ও তানজীব সারোয়ার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুটি অনুষ্ঠানই সঞ্চালনা করেন মনজু আহমেদ। 

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলছে নগদের বিশেষ ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের কেনাকাটায় নগদ পেমেন্টে থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আর দিনে সর্বোচ্চ পেমেন্টকারী গ্রাহক পাচ্ছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। এ ছাড়া লাইভ আড্ডায় অংশ নিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের টিকিট জিতে নেওয়ার সুযোগ ছিল। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমন্ত্রিত অতিথিরা তাঁদের কর্মব্যস্ততার কথা দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরেন। এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় থাকা গ্রাহকেরাও অংশ নিতে পেরেছেন পছন্দের তারকাদের সঙ্গে। 
 
ব্যতিক্রমধর্মী আয়োজনে রাজধানীর বেশ কিছু জায়গা থেকে গ্রাহকেরা এই লাইভে অংশ নেন। গুলশানের সিক্রেট রেসিপি, বেইলি রোডের ম্যাডশেফ, উত্তরার রাইস এন্ড নুডলস, ওয়ারীর গ্র্যান্ড দরবার, মিরপুরের দা ফুড কোম্পানি এবং ধানমন্ডির ক্রিমসন কাপ থেকে গ্রাহকেরা লাইভ আড্ডায় অংশ নেন। দুই দিনে কুইজে অংশ নিয়ে মোট ৪৮ জন গ্রাহক জিতে নেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের টিকিট। 

ব্যতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ শুরু থেকেই ব্যতিক্রম। মানুষের মধ্যে ফাল্গুনের রং ছড়িয়ে দিতে এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আমরা মনে করি আমাদের পথচলার সারথি আমাদের গ্রাহক। তাই আমরা তাদের সঙ্গে এমন চমৎকার দুটি আয়োজন করেছি।’ 

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন