হোম > অর্থনীতি > করপোরেট

জিইসি কংগ্রেসে যোগ দিতে জিইএন বাংলাদেশের ১৫ সদস্য অস্ট্রেলিয়ায়

জিইএন বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৯ থেকে ২২ সেপ্টেম্বর মেলবোর্নের মেলবোর্ন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে (জিইসি) ’ অংশ নেবে প্রতিনিধি দল।

জিইএন গ্লোবালের সহযোগী হলো জিইএন বাংলাদেশ। এবারের কংগ্রেস প্রায় ২০০ দেশ থেকে আনুমানিক ৪ হাজার প্রতিনিধি একত্রিত হবে। এই কংগ্রেস উদ্যোক্তা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী এবং উদ্ভাবকদের ধারণা বিনিময় এবং বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম দেবে বলে আশা সংশ্লিষ্টদের।

জিইএন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পেরে জিইএন বাংলাদেশ গর্বিত। সবুর খানের নেতৃত্ব দেশে উদ্যোক্তা ও উদ্ভাবন বৃদ্ধির জন্য জিইএন বাংলাদেশের প্রতিশ্রুতিকে মূর্ত করে।

প্রতিনিধিদলের প্রাথমিক উদ্দেশ্য হলো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুযোগ অন্বেষণ করা। সবুর খান এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে, বাংলাদেশি উদ্যোক্তা ইকো সিস্টেমের ওপর এই অংশগ্রহণের ইতিবাচক প্রভাব সম্পর্কে তার গভীর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন যে, বিশ্বব্যাপী স্টেকহোল্ডারদের সঙ্গে সংযোগ স্থাপন এবং জ্ঞান ভাগ করে নেওয়া দেশের মধ্যে উদ্ভাবন বৃদ্ধিতে অনুঘটক হিসেবে সহায়তা করবে।

জিইএন বাংলাদেশ উদ্যোক্তাদের প্রচার এবং বাংলাদেশে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের সমর্থন করার লক্ষ্যে নিবেদিত। বাংলাদেশে উদ্যোক্তা ল্যান্ডস্কেপকে এগিয়ে নেওয়া ও এর সদস্যদের জন্য বৈশ্বিক সুযোগ নিয়ে আসার জন্য সংস্থার প্রতিশ্রুতিকে জোরদার করবে।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক