হোম > অর্থনীতি > করপোরেট

‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড’ পেলেন নাট্যনির্দেশক শামীম আহমেদ

পথশিশুদের কল্যাণে নিবেদিত সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশের মঞ্চ নাটকে বিশেষ অবদানের জন্য নাট্য নির্দেশক শামীম আহমেদকে ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৩’ দিয়েছে। এলিফ্যান্ট রোডের কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। এ সময় উপস্থিত ছিলেন কবি আসলাম সানি এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মেহেবুব হক।

বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম সংগঠন ফরিদপুর থিয়েটারের একনিষ্ঠ কর্মী ও সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনায় তাঁর যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি ফরিদপুর থিয়েটার এবং বাগেরহাট থিয়েটার কর্তৃক যৌথ প্রযোজিত নতুন নাটক ‘রাজা গিলগামেশ’ দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘রাজা গিলগামেশ’ নাটকটি রচনা করেছেন তুষার রায় এবং নির্দেশনায় ছিলেন শামীম আহমেদ। শামীম আহমেদ নির্দেশিত অন্য নাটকগুলোর মধ্যে রয়েছে মাটিয়াল, মুক্তি, একাত্তরের নদের চাঁদ এবং গুনিন আখ্যান, নির্দেশনা। এ ছাড়া তিনি ফরিদপুর থিয়েটার প্রযোজিত নাটক ত্রিংশ শতাব্দী, কাজলরেখা, ডাকঘর, মাটিয়াল এবং মাইমো ড্রামা জাদুর প্রদ্বীপেও অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’