ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। সম্প্রতি গাজীপুরের ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ, ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আঞ্জুমান, ইবিএল মনিটরিং বিভাগের প্রধান মো. আব্দুল আউয়াল এবং কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. শাহজাহান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. আকবর আলী, মো. ফিরুজ, মো. সোবহান মাস্টার, মো. আবুল হোসেন, মো. এ. রশীদ মিয়া ও মো. ফজর আলীসহ প্রমুখ।
ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জনের বেশি শিক্ষার্থীকে খাতা, কলম, পেনসিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।