জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার তথ্য কমিশন বাংলাদেশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক, সচিব জুবাইদা নাসরীন ও তথ্য কমিশন বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭১ সালের ১৫ আগস্ট সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে গতকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়।