হোম > অর্থনীতি > করপোরেট

সর্বাধুনিক সেবা নিয়ে এল রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রূপালীক্যাশ’

আজকের পত্রিকা ডেস্ক­

‘রূপালীক্যাশ’ সেবাটির আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর থেকে রূপালী ব্যাংক সারা দেশে প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি, ইউটিলিটি বিল প্রদানসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছে। এবার নিজস্ব ব্র্যান্ড ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে গ্রাহকেরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুবিধা পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক পিএলসিই প্রথম ও একমাত্র নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সুবিধা দিয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দায়িত্বে আসার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে যাওয়া। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় এই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপালীক্যাশে ই-কেওয়াইসি-ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তরের সুবিধা রাখা হয়েছে, যেখানে গ্রাহকদের কোনো চার্জ দিতে হবে না।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিক, রূপালী ব্যাংকের কোম্পানিসচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ