হোম > অর্থনীতি > করপোরেট

নতুন করে আগামীর পথে যাত্রা ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন করে আগামীর পথে- এই স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন পরিষদের নয়জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান সাবেক শিক্ষাসচিব ও জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, নির্বাচিত যারা দায়িত্ব নিচ্ছে, তাদের অভিনন্দন। আপনারা ই-ক্যাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এটাই প্রত্যাশা। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, নতুন কমিটির সদস্যরা যে কথা দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন, তা যেন পূরণ করতে পারে। এ জন্য আমরা যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-ক্যাবে এবারই প্রথম নির্বাচনের মধ্য দিয়ে কোনো কমিটি নির্বাচিত হয়ে এলো। এর মাধ্যমে যে সুন্দর একটা পরিবেশ তৈরী হয়েছে, এটাই সবচেয়ে ভালো বিষয়। মাত্র আট বছরের মধ্যে যে বিশাল একটা ই-কমার্স ইন্ডাস্ট্রি তৈরী হয়েছে এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।

এ সময় তিনি এক বছরের মধ্যে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানান। 

ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা হলেন- সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহসভাপতি মোহাম্মদ  সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদ রহমান, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও ইলমুল হক সজীব। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। 

শপথ নেওয়ার পর ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে ই-কমার্স ইন্ডাস্ট্রি দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমরা একই আছি। আমরা সবাই একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেব।

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ই-ক্যাব। এরপর থেকে পর্যায়ক্রমে তিনটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে এসেছে। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে চতুর্থ কার্যনির্বাহী কমিটি পায় সংগঠনটি।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত