হোম > অর্থনীতি > করপোরেট

ফ্লাইটে মিলবে বিনা মূল্যে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আকাশে উঠলেই যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন যাত্রীরা। অনেক এয়ারলাইনস ইন্টারনেট সুবিধা দিলেও সে জন্য দিতে হয় উচ্চমূল্যের চার্জ। ফ্লাইটে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে তার্কিশ এয়ারলাইনস। ফলে হাজার হাজার মিটার উঁচুতে ভ্রমণের সময়ও পরিবার ও নিকটজনদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করার সুযোগ পাবেন যাত্রীরা।

ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ-সংক্রান্ত বিস্তারিত তুলে ধরেন তার্কিশ এয়ারলাইনস ঢাকার জেনারেল ম্যানেজার এমরাহ কারাজা। সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা থেকে সরাসরি ইউরোপ মহাদেশে ফ্লাইট পরিচালনা করছে তার্কিশ এয়ারলাইনস। ঢাকা থেকে ইউরোপ–আমেরিকা ও কানাডাগামী যাত্রী বেশি পরিবহন করে এয়ারলাইনসটি।

সংস্থাটির বিক্রয় ও স্টেশন কর্মকর্তা এজাজ কাদরী জানান, ঢাকা থেকে ইস্তাম্বুল যাত্রায় ন্যূনতম ৮ ঘণ্টা সময় উড়তে হয় যাত্রীদের। এ সময়ের মাঝে নিকটজনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ জাতীয় চ্যাটিং সেবাগুলো সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন তার্কিশ এয়ারলাইনসের যাত্রীরা। এ ছাড়া বিজনেস শ্রেণির যাত্রীরা এক জিবি পরিমাণ ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন। এর জন্য ফি দিতে হবে না।

স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে এই সেবা উপভোগ করা যাবে। তবে সেবাটি গ্রহণে ইচ্ছুক যাত্রীদের তার্কিশ এয়ারলাইনসের মাইলস অ্যান্ড স্মাইলসের সদস্য হতে হবে।

কর্মশালায় তার্কিশ এয়ারলাইনস ব্যবহারকারীদের জন্য ইস্তাম্বুলে ফ্রি হোটেল, ফ্রি সিটি টুর ও ফ্রি লিমোজিন ব্যবহারের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রসঙ্গত, তার্কিশ এয়ারলাইনস তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তার্কিশ এয়ারলাইনস ৪২৮টি উড়োজাহাজের বহর নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ৩৪৪টি গন্তব্যে ১২৯টি দেশে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি। স্টার অ্যালায়েন্সের সদস্য তার্কিশ এয়ারলাইনস পরপর ছয়বার ইউরোপের এক নম্বর বিমান সংস্থার পুরস্কার পেয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন