হোম > অর্থনীতি > করপোরেট

দুবাইয়ে এমিরেটস গ্রাহকদের জন্য আকর্ষণীয় গ্রীষ্মকালীন অফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি গ্রীষ্মে দুবাইয়ে অবকাশ যাপনকারীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। রিটার্ন টিকিটসহ এয়ারলাইনটিতে ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ের শীর্ষ চারটি আকর্ষণে বিনা মূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দি ভিউ এট দা পাম, আয়া ইউনিভার্স, দুবাই পার্কস এন্ড রিসোর্টস এবং ওয়াইল্ড ওয়াদি ওয়াটার পার্ক।

এই সুবিধা পেতে হলে যাত্রীদের ২২ মে থেকে ১১ জুনের মধ্যে টিকিট কেনা ও ২৫ মে থেকে ৩১ আগস্টের মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে। এমিরেটস অনলাইন, অ্যাপ, ট্রাভেল এজেন্ট, টিকিট অফিস বা কন্টাক্ট সেন্টারের মাধ্যমে যাত্রীদের প্রতিটি আকর্ষণের জন্য আলাদা ইউনিক অ্যাকসেস কোড নিতে হবে।

এ ছাড়াও ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এমিরেটস যাত্রীরা তাদের ‘মাই এমিরেটস পাস’ এর সাহায্যে বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট, অবকাশ কেন্দ্রসহ অন্যান্য স্থানে অভাবনীয় মূল্যছাড় সুবিধা পাবেন। মাই এমিরেটস পাস মূলত যাত্রীর ফিজিক্যাল বা ডিজিটাল বোর্ডিং পাস এবং যেকোনো একটি বৈধ পরিচয়পত্র।

চলতি গ্রীষ্মেও দুবাইয়ে সামার সারপ্রাইজ উপভোগ করতে পারবেন। ২৮ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ভ্রমণকারীদের জন্য থাকবে অত্যন্ত আকর্ষণীয় শপিং অফার, বিশ্ব নন্দিত তারকাদের কনসার্ট এবং অবিশ্বাস্য সব বিনোদন প্রোগ্রাম। দুবাই সামার সারপ্রাইজের সুবিধাগুলোর মধ্যে এমিরেটস পাস ব্যবহার করা যাবে।

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম ‘স্কাইওয়ার্ডস’ এর সদস্যরা এয়ারলাইনটির পার্টনার হোটেল, এয়ারলাইন, কার রেন্টাল, রিটেইল ও ব্যাংকিং সেবা ব্যবহার করলে, তার বিপরীতে মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে পরবর্তীতে এয়ার টিকিট, আপগ্রেড, বিভিন্ন কনসার্ট ও স্পোর্টস প্রোগ্রামের টিকিট পুরস্কার হিসেবে পেতে পারেন।

ঢাকার এমিরেটস হলিডেজের মাধ্যমে বুক করলে, ভ্রমণকারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই বুকিংগুলো অপেক্ষাকৃত ফ্লেক্সিবল এবং অবকাশ যাপনকালে গ্রাহকদের প্রতিটি মুহূর্তে ব্যক্তিকেন্দ্রিক সেবা দেওয়া হবে। স্কাইওয়ার্ডস সদস্যদের দেওয়া হবে অতিরিক্ত পয়েন্ট।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত