হোম > অর্থনীতি > করপোরেট

শিক্ষার্থীদের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে পড়াশোনার সুযোগ

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। তাঁরা জানতে পারবেন পছন্দের কোর্স, স্কলারশিপ, আবেদনের প্রক্রিয়া এবং পড়াশোনার পরবর্তী চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য।

উচ্চশিক্ষায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যেতে আগ্রহী শিক্ষার্থীরা ইভেন্ট চলাকালেই তাঁদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তা ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশোনা-পরবর্তী কাজের সুযোগসম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই সঙ্গে থাকছে সেরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।

পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যতের সেরা সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।’

ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে দারুণ সব উপহার। অনস্পট অ্যাডমিশনের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। এ ছাড়াও, আইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে বিশেষ ২৫ শতাংশ ডিসকাউন্ট। এই এক্সপোটি এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেখানে উচ্চশিক্ষা-সংক্রান্ত সব সহায়তা মিলবে এক জায়গায়।

বিস্তারিত জানতে এবং প্রি-রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে পিএফইসি গ্লোবালের ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা সরাসরি কল করার মাধ্যমে।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক