হোম > অর্থনীতি > করপোরেট

চালু হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। 

কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ। 

কার্ডের সুবিধাগুলোর মধ্যে ব্যক্তিগত ভ্রমণ খাতে প্রভাব ফেলবে এমন কোনো ধরনের এনডোর্সমেন্টের প্রয়োজন ছাড়াই ঝামেলাবিহীন ভ্রমণ ভিসা সংক্রান্ত লেনদেনে সহায়তা করতে ‘ভ্রমণ ভিসা ফি প্রসেসিং’ এর জন্য একটি বিশেষ প্রিপেইড পণ্যও থাকছে। প্রকৃত লেনদেনের পরিমাণের সঙ্গে তাল মিলিয়ে এই প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ই-কমার্স খাতে একক লেনদেনের জন্য ‘নো লিমিট’ সুবিধা থাকবে। 

এই কার্ডে কোনো বার্ষিক ফি-ও থাকছে না। ট্রাভেল এজেন্টরা দ্রুততম ও সবচেয়ে নিরাপদ উপায়ে স্থানীয় ও বৈশ্বিক উভয় ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক