হোম > অর্থনীতি > করপোরেট

চালু হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রিপেইড কার্ড উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। 

কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ নওশের আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন প্রমুখ। 

কার্ডের সুবিধাগুলোর মধ্যে ব্যক্তিগত ভ্রমণ খাতে প্রভাব ফেলবে এমন কোনো ধরনের এনডোর্সমেন্টের প্রয়োজন ছাড়াই ঝামেলাবিহীন ভ্রমণ ভিসা সংক্রান্ত লেনদেনে সহায়তা করতে ‘ভ্রমণ ভিসা ফি প্রসেসিং’ এর জন্য একটি বিশেষ প্রিপেইড পণ্যও থাকছে। প্রকৃত লেনদেনের পরিমাণের সঙ্গে তাল মিলিয়ে এই প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য ই-কমার্স খাতে একক লেনদেনের জন্য ‘নো লিমিট’ সুবিধা থাকবে। 

এই কার্ডে কোনো বার্ষিক ফি-ও থাকছে না। ট্রাভেল এজেন্টরা দ্রুততম ও সবচেয়ে নিরাপদ উপায়ে স্থানীয় ও বৈশ্বিক উভয় ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ