তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) আয়োজিত ‘জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫’-এর ‘পেইন্টিং ও ডেকোরেটিং’ স্কিলের চূড়ান্ত পর্ব আজ মঙ্গলবার (২৪ জুন) বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (BTI) ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে চীনের সাংহাই শহরে অনুষ্ঠেয় ৪৮তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছাইয়ের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিফ রুদাবা, নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), এনএসডিএ; এনামুল করিম, পরিচালক, এনএসডিএ; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী; হেড অব চ্যানেল এনগেজমেন্ট, বিক্রয় ও বিপণন, সবুজ স্বপন বড়ুয়াসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সোলায়মান মিয়া, প্রিন্সিপাল, বার্জার ট্রেনিং ইনস্টিটিউট। এই উপলক্ষে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘বার্জার পেইন্টস সব সময় তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
জাতীয় দক্ষতা প্রতিযোগিতার মতো উদ্যোগ তরুণদের মেধাবিকাশের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি সম্ভব। বার্জার পেইন্টস NSDA-এর এই প্রয়াসে সহযোগী হতে পেরে গর্বিত।