তথ্য কমিশন বাংলাদেশের প্রধান আবদুল মালেক গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সোমবার সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান তথ্য কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি।
ফুল দেওয়ার পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁরা সেখানে পরিদর্শন বইয়ে সই করেন।