হোম > অর্থনীতি > করপোরেট

জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ইউআইটিএসে শোভাযাত্রা

জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ বুধবার সকাল ১০টার দিকে এই উপলক্ষে বের করা শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) উদ্যোগে ওই শোভাযাত্রা বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. মাজহারুল হক, প্রক্টর মো. ইয়াছিন আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আল ইমতিয়াজ, ছাত্রকল্যাণ বিষয়ক উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সিআইপিআরবির রোড সেইফটি প্রকল্পের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ডেপুটি ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান ভূঁইয়া বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিআইপিআরবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ বছরের জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘টেকসই যাতায়াত’ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সড়ক নিরাপত্তায় সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।”

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা